আমি খুব ইমোশনাল মানুষ : তমা মির্জা

২১ অক্টোবর ২০২১

একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তমা মির্জা বলেছেন, কাজ যদি না থাকে তাহলে প্রচুর ঘুরে বেড়াতে ভালো লাগে। পরিবারকে সময় দিই আবার নিজেকেও সময় দিই। গল্প-উপন্যাস পড়তে খুব ভালো লাগে। আর আমি খুব ইমোশনাল মানুষ। অল্পতেই মন গলে যায়।

তিনি বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি অল্প বয়সেই। কিছুটা পলিটিক্স দেখেছি, কাদা ছোড়াছুড়ি দেখেছি। তাই তো সবসময় চেষ্টা করি নির্ভেজাল থাকতে। আমার কাছে কাজটাই এখন বেশি গুরুত্বপূর্ণ মনে হয়।

তিনি আরো বলেন, অনেকগুলো প্রস্তাব আছে। কিন্তু প্রস্তাব পেলাম আর কাজ শুরু করে দিলাম অভিনয় বিষয়টা এমন নয়। আপাতত একটু ভেবেচিন্তে অভিনয়টা করতে চাই। অবশ্যই ভালো গল্প ও স্ক্রিপ্ট নির্ভর কাজ করব। 

 


মন্তব্য
জেলার খবর