হিজবুল্লাহর ড্রোন ভূপাতিত করতে ব্যর্থ ইসরায়েল

২০ ফেব্রুয়ারী ২০২২

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ড্রোন ধ্বংসে ব্যর্থতার কথা স্বীকার করেছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবানন থেকে ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশকারী ড্রোনকে আয়রন ডোম, জঙ্গিবিমান ও হেলিকপ্টার দিয়ে ধ্বংস করা সম্ভব হয়নি।

 

ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের আকাশে একটি অথবা দু'টি ড্রোন ঢুকে পড়ার পরপরই বিভিন্ন স্থানের সাইরেন বেজে ওঠে। কিন্তু ড্রোনকে ধ্বংস করা যায়নি।

 

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এভিখাই এদরেয়ি এক বিবৃতিতে বলেছেন, লেবানন থেকে একটি ড্রোন প্রবেশের পর আয়রন ডোম সচল হয়েছিল। কিন্তু ড্রোনটি আবার লেবাননে ফিরে যেতে পেরেছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।   

 

এর আগে লেবাননের ইসলামি আন্দোলন হিজবুল্লাহ অধিকৃত ভূখণ্ড তথা ইহুদিবাদী ইসরায়েলের আকাশে সফলভাবে দীর্ঘ চল্লিশ মিনিট ধরে একটি গোয়েন্দা ড্রোন উড়ানোর খবর দিয়েছে।

 

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, শুক্রবার প্রতিরোধ আন্দোলন ‘হেসান’ নামে একটি ড্রোন অধিকৃত ফিলিস্তিনের ভূখণ্ডে পাঠানো হয়। টার্গেটকৃত এলাকায় ৪০ মিনিট ধরে সেটি গোয়েন্দা মিশন পরিচালনা করে। এ সময় ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে নানাভাবে ড্রোনটি ভূপাতিত করার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

 

আরআই


মন্তব্য
জেলার খবর