মন্তব্য
ইউরোপ পুরো দুনিয়াতে বসবাসের জন্য সেরা জায়গা। বিশ্বের অন্য কোনও স্থানে তরুণরা পড়াশোনা, ভ্রমণ, উদ্যোক্তা হওয়ার এবং একই সামাজিক সুরক্ষা পাওয়ার একই সুযোগ উপভোগ করে না। অন্য কোনও স্থানে তরুণরা এতো বিস্তৃত অধিকার ও স্বাধীনতা ভোগ করে না। এটাই আমাদের পরিচয় বলে দেয়।
‘ফেসেস অব ডেমোক্র্যাসি’ উদ্যোগের প্রতিষ্ঠাতা ভেন লিলিয়েনস্ট্রম-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ড. উরসুলা ভন ডার লেইন।
তিনি আরো বলেন, মৌলিক অধিকার এবং আইনের শাসনের আঘাতের সময় আমাদের সতর্ক থাকতে হবে। ইউরোপকে সব সময় এমন একটি জায়গা থাকতে হবে যেখানে বাক স্বাধীনতা পবিত্র, যেখানে আইনের সামনে সবাই সমান এবং যেখানে প্রত্যেকে যাকে খুশি তাকে ভালোবাসতে পারে।