ডিসেম্বরের মধ্যে টিকা পাবেন ৫০ শতাংশ মানুষ

২১ অক্টোবর ২০২১

আগামী ডিসেম্বরের মধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রার ৫০ শতাংশ মানুষকে করোনার টিকার আওতায় আনা হবে দেশে।পরিকল্পনা রয়েছে প্রতি মাসে তিন কোটি টিকা দেয়ার। ১৮ থেকে শুরু করে তদুর্ধ্ব সবাইকে এ টিকা দেয়া হবে।তাছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১২-১৭ বয়সী শিক্ষার্থীদেরকে টিকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে, দ্রুতই সেই কাজটি পুরোপুরি শুরু হবে।ক্রমান্বয়ে দেশের সব মানুষই পাবেন এ টিকা। বুধবার রাজধানী ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্লানিং অফিসারদের (ইউএইচএফপিও) প্রথম সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রীর দেয়া বক্তব্যে পাওয়া গেছে এসব তথ্য। করোনার সংক্রমণ থেকে নাগরিকদের সুরক্ষিত রাখতে মোট নাগরিকের ৮০ শতাংশকে টিকা দেয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য মন্ত্রী জানান, দেশে এ টিকার কোনো অভাব হবে না। ২১ কোটি ডোজ টিকা কেনা হয়েছে।এখন থেকে প্রতিমাসে দেশে অন্তত তিন কোটি ডোজ টিকা আসবে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে চুক্তি অনুযায়ী বিভিন্ন দেশ ও কোম্পানির ভ্যাকসিন আসা শুরু হয়েছে। ইতোমধ্যে ছয় কোটি ডোজ টিকা দেয়া শেষ হয়েছে। চাইলেই একদিনে ৮০ লাখ ডোজ ভ্যাকসিন দেয়া সম্ভব, সেটা ইতোমধ্যেই প্রমাণ করেছে স্বাস্থ্য খাত। প্রতিমাসে তিন কোটি ডোজ টিকা আসলে সেগুলো ভালোভাবেই মানুষকে দিতে সক্ষম হবে তারা- যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

সম্মেলনে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।উপস্থিত ছিলেন- স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, বিএমএ মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, স্বাচিপ মহাসচিব ডা. এম এ আজিজ প্রমুখ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর