কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু

২১ অক্টোবর ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় সংখ্যায় করোনা রোগী শনাক্ত তার আগের ২৪ ঘণ্টার তুলনায় কমলেও বেড়েছে মৃত্যু।শনাক্ত হয়েছে ২৪৩ জন,মারা গেছেন ১০ জন। আর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয় ৩৬৮ জন, মারা যায় ছয়জন।স্বাস্থ্য অধিদফতরের বুধবার ও বৃহস্পতিবারের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে পাওয়া গেছে এসব তথ্য।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জনের।এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮০১ জন।সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৮৩ জন।নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি এক লাখ ৭১ হাজার ৫২৩টি। শনাক্তের হার ১৫ দশমিক ৪০।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় এক দশমিক ৫১ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়। নমুনা সংগৃহীত হয়েছে ১৫ হাজার ৬০৯টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৮৮টি। করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৩৪ জন।মৃতদের মধ্যে পুরুষ চারজন আর নারী ছয়জন। বিভাগের মধ্যে চট্টগ্রামের চারজন, ঢাকার তিনজন আর একজন করে খুলনা, বরিশাল ও ময়মনসিংহ মিলে তিনজন। সরকারি হাসপাতালে আটজন আর বেসরকারি হাসপাতালে দুইজন মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর