সন্ধ্যার পর যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে ভাসানচর

২১ অক্টোবর ২০২১

সন্ধ্যার পর ভাসানচর থেকে নোয়াখালী বা হাতিয়ায় নৌযান চলবে না, যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে। রোহিঙ্গা ক্যাম্পে মাদক প্রবেশ ও মাদক ব্যবসা (কারবার) রোধে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।একই কারণে মনিটরিং বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে এ চরে।বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা-সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সভাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়।

রোহিঙ্গাদের জন্মহার লাগামহীনভাবে বাড়ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদের জন্মহার নিয়ন্ত্রণ ও নতুন জন্ম নেয়া রোহিঙ্গাদের তালিকাভুক্তির ব্যবস্থা করা হচ্ছে। ডিসেম্বর থেকে রোহিঙ্গা স্থানান্তর ফের শুরু হবে ভাসানচরে। টেকনাফ ও উখিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাড়ানোর চিন্তাভাবনা চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এমকে

 


মন্তব্য
জেলার খবর