অবিবাহিত মেয়েদের পরিবারকে ভিজিডি দেয়ার সুপারিশ

২১ অক্টোবর ২০২১

দেশে ১৫-১৮ বয়সী অবিবাহিত মেয়েদের পরিবারকে ভিজিডি দেয়ার সুপারিশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার কমিটির বৈঠকে এ সুপারিশের সিদ্ধান্ত হয়। রাজধানী ঢাকায় সংসদ ভবনে এ বৈঠক হয়, সভাপতিত্ব করেন এ কমিটির সভাপতি মেহের আফরোজ। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩-২০২৪ চক্রে ভিজিডি উপকারভোগী পরিবারের তালিকায় এসব মেয়ের পরিবারকে অন্তর্ভূক্ত করার নির্দেশনা দিয়ে মাঠ পর্যায়ে পত্র জারির সুপারিশ করা হয়েছে। বৈঠকে অংশ নেন কমিটির সদস্য শবনম জাহান, লুৎফুন নেসা খান, সাহাদারা মান্নান ও কানিজ ফাতেমা আহমেদ। প্রসঙ্গত, ভিজিডি উপকারভোগী নারীরা মাসে ৩০ কেজি হারে চাল পায়।পাশাপাশি পায় সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে প্রশিক্ষণ।

এমকে


মন্তব্য
জেলার খবর