কমছে পানি, তিস্তায় চলছে ভাঙন

২১ অক্টোবর ২০২১

লাজু মিয়া,লালমনিরহাট:

বুধবার পানি বাড়ায় লালমনিরহাটের ৫ উপজেলা প্লাবিত হলেও বৃহস্পতিবার ভোর থেকেই কমতে শুরু করেছে তিস্তার পানি। এদিকে পানি কমতে থাকায় দেখা দিয়েছে তিস্তায় ভাঙন, ভাঙনে কালীগঞ্জ উপজেলার কাকিনা-রংপুর সংযোগ সড়ক ধসে গেছে। ফলে দুই জেলার সঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।এতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষসহ যানবাহন আটকে পড়েছে।

শুকিয়ে যাওয়া তিস্তায় উজানের ঢলে কার্তিক মাসে আকস্মিক পানি বাড়তে শুরু করে বুধবার ভোর থেকেই।দুপুরের আগেই বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।এতে ৫ উপজেলার প্রায় ২৫ হাজার পরিবারের প্রায় ১ লাখ মানুষ পানিবন্দি হয়।ডুবে যায় কৃষকের ফসল,মাছের ঘের।

জানা গেছে, জেলার কালীগঞ্জ, আদিতমারী, হাতীবান্ধাসহ পাটগ্রামের দহগ্রামে এ ভাঙন তীব্র আকার ধারণ করেছে। পানি কমতে শুরু করলেও এখনো নিম্নাঞ্চল প্লাবিত আছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তিস্তা ব্যারেজে পানিপ্রবাহ রেকর্ড হয় ৫২ দশমিক ২০ সেন্টিমিটার, যা স্বাভাবিকের (৫২ দশমিক ৬০ সেমি) চেয়ে ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

স্থানীয়রা জানান, ভারতের গজলডোবার গেট খুলে দেয়ায় দহগ্রাম দিয়ে পানি ঢোকে তিস্তা ব্যারেজে। সেখানে ৪৪টি গেট বন্ধ করে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পানি উন্নয়ন বোর্ড। কিন্তু প্রবল স্রোতে ও পানির চাপে তিস্তার ‘ফ্লাড বাইপাস’ সড়কটি ভেঙে যায়। পরে ৪৪ গেট খুলে দেয় ব্যারেজ কর্তৃপক্ষ । আর এ পানিতে ৫ উপজেলার চরাঞ্চল ও তিস্তার বামতীরের নিম্নাঞ্চল প্লাবিত হয়।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, গতকাল (বুধবার) ভোর থেকে পানি বেড়ে যাওয়ার কারণে ৪৪টি গেট খুলে দেয়া হয়েছিল। তবে বৃহস্পতিবার ভোর থেকে কিছু গেট বন্ধ করে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। ফলে পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আবারও পানি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 

এমকে

 

 

 

 


মন্তব্য
জেলার খবর