সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট করে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি লিখেছেন, 'প্রিয়তম আসো, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ রাখো। তোমার এয়ারপড বের করো। উহু! দুটোই তোমাকে কানে দিতে বলেছি? একটা আমার কানে দাও। হুম…পারফেক্ট। এবার ‘আগুনের দিন শেষ হবে একদিন’ গানটা প্লে করো।'
মাহি আরও লিখেছেন, 'ধরে নাও রাত তিনটা বাজে এখন, আমরা সেন্টমার্টিনে আছি। এখন আমরা সমুদ্রের ওপর দিয়ে দুজন হাত ধরে হাঁটব যেন ঘাসের ওপর দিয়ে হাঁটছি। একটু পরেই মাঝ সমুদ্রের ওপর শুয়ে আকাশের তারা একটা একটা করে গুনে ফেলব।’
মাহি লিখেছেন, ‘আচ্ছা প্রিয়তম, সবাই সবাইকে যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপে টেক্সট করে লাভ ইউ, মিস ইউ অথবা খেয়েছো? ঘুমিয়েছো? কত কী! তুমি এগুলো আমাকে চিঠিতে লিখতে পারো না? এত এত ডিজিটালের মাঝে আমি তো সেকেলে চিঠিওয়ালা প্রেমটাই খুঁজেছিলাম।'