মন্তব্য
ছেলে ঠিক মতো খাওয়াদাওয়া করছেন কি না তা জানতে চেয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আরিয়ান খান জবাবে জানান, জেলের খাবার তার ভাল লাগছে না।
শাহরুখ তখন জেল-কর্তৃপক্ষের কাছে জানতে চান, বাড়ি থেকে খাবার পাঠানো যাবে কিনা। জেল-কর্তাদের বক্তব্য, ‘আদালত নির্দেশ দিলে খাবার পাঠানো যাবে।’
বাবার সঙ্গে দেখা করে কেঁদে ফেলেছিলেন ২৩ বছরের তারকা সন্তান। এসময় শাহরুখ তাকে ধৈর্য ধরতে বলেন।