সন্তান জন্মের পর বেতনসহ ছুটির পক্ষে মেগান

২২ অক্টোবর ২০২১

মার্কিন কংগ্রেসের উদ্দেশে লেখা খোলা চিঠিতে ব্রিটিশ রাজবধূ ডাচেস অফ সাসেক্স মেগান মার্কেল বলেন, আমি নির্বাচিত কর্মকর্তা নই। রাজনীতিবিদও নই। আমি অন্যদের মতোই একজন নাগরিক এবং সন্তানের মা।

চিঠিতে মেগান আরও লেখেন, সন্তানের জন্মের পর অন্য সব মা-বাবার মতোই তারা বেশ আনন্দিত ছিলেন। সন্তানের জন্মের পর তাদের কাজে ফিরতে হয়নি।কিন্তু খুব কম মা-বাবা এই সুযোগ পান। যারা পান না, তাদের কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। 

চিঠিতে একজন মা হিসেবে সন্তান জন্মের পর বেতনসহ পারিবারিক ছুটির পক্ষে কথা বলেছেন মেগান। 

রয়টার্স


মন্তব্য
জেলার খবর