মন্তব্য
ভুলে আবহাওয়ার খবরের মাঝেই একটি পর্নগ্রাফির ভিডিও সম্প্রচার করে ফেলেছিল টেলিভিশন কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্পোকেনে স্থানীয় সংবাদ চ্যানেল কেআরইএমে সন্ধ্যা ছয়টার খবর প্রচারের সময় এই ঘটনা ঘটে।
আবহাওয়ার পূর্বাভাস বলার সময় হঠাৎ করেই আবহাওয়াবিদ মিশেল বসের পেছনের পর্দায় অপ্রীতিকর ওই ভিডিও দেখেন দর্শকরা।