দাপুটে জয়ে বিশ্বকাপের মূল পর্বে টাইগাররা

২১ অক্টোবর ২০২১

পাপুয়া নিউগিনিকে ৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে টাইগাররা। এ জয়ের ফলে স্বস্তি এসেছে টাইগার শিবিরে। সুপার টুয়েলভে এ জয় আত্মবিশ্বাস বাড়াবে টাইগারদের।

 

নিজেদের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার মাসকটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। প্রথমে ব্যাটি করার সিদ্ধান্ত নেন মাহমুদুল্লাহ। নির্ধারিত ২০ ওভার খেলে ১৮১ রান সংগ্রহ করে টাইগাররা। এ রান তুলতে ৭ উইকেট খোয়ায় টাইগার বাহিনী।

 

বড় স্কোর দাঁড় করানোর পেছনে বড় অবদান ছিল টাইগার ক্যাপ্টেনের। ২৬ বলে ঝড়ো ইনিংস খেলে দুরন্ত সেঞ্চুরি হাকান তিনি। এছাড়া সাকিব ৪৬, লিটন দাস ২৯, আফিফ হোসেন ২১, সাইফুদ্দিন ১৯ ও মুশফিকুর রহিম ৫ রান করেন।

 

ম্যাচের শেষ ওভারে সাইফউদ্দিনের ইনিংসটি ছিল দেখার মতো। ২ ছয় এক চারের মারে ১৯ রান করেন তিনি।

 

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগারদের বোলিং তোপে দিশেহারা হয়ে যায় পাপুয়া নিউগিনির ব্যাসটম্যানরা। আসা যাওয়ার মধ্যেই ছিলো তারা। ২৯ রানের মধ্যেই ৭ ব্যাটসম্যানকে সাজঘরের পথ ধরান টাইগার বোলাররা। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৭ রান করতে সমর্থ হয় পাপুয়া নিউ গিনি। ফলে ৮৪ রানের বিশাল  জয় পায় বাংলাদেশ। সেই সাথে বিশ্বকাপের চুড়ান্ত পর্ব নিশ্চিত হলো।

 

আরআই


মন্তব্য
জেলার খবর