বৃহস্পতিবারের আগের সাত কার্যদিবসে ধারাবাহিক পতনে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে সৃষ্টি হয় হতাশা। কিন্তু বৃহস্পতিবার দরপতনের উত্থান ঘটনায় তাদের মধ্যে সঞ্চার হয়েছে আশা। এদিন বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার সঙ্গে বেড়েছে সূচক ও বাজার মূলধন।শেয়ারবাজার ঘিরে চাউর হওয়া নানা জনশ্রুতি যে নিছক গুজব ছিল, সে বিষয়টি পরিস্কার হওয়ায় বেড়েছে বিনিয়োগকারীদের অংশগ্রহণ। সংশ্লিষ্টরা মনে করছেন, শেয়ার বাজারের এ ধারা অব্যাহত থাকবে।
পদত্যাগ করছেন বিএসইসির চেয়ারম্যান, ফিরিয়ে নেয়া হচ্ছে পুঁজিবাজারের স্বার্থে সরকারের দেয়া ৯০০ কোটি টাকার তহবিল- এমন সব কথাবার্তায় ভীত হয় বিনিয়োগকারীরা। ফলে ঘটে টানা দরপতন।পরিস্থিতি উত্তরণে পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যাণ্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৈঠক শেষে বিএসইসি কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, শেয়ার বাজারকে অস্থিতিশীল করতে গুজব ছড়াচ্ছে একটি মহল। কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী শেয়ার বাজারের ক্ষতি করতে চাইলে প্রতিরোধে তারা এখন অনেক শক্তিশালী।এ সময় গুজব ছড়ানোর বিষয়টিও পরিস্কার করেন তিনি। জানান, ৯০০ কোটি টাকার তহবিলের মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। সংশ্লিষ্টরা জানান, সূচকের হ্রাস-বৃদ্ধির বিষয়টি খুবই স্বাভাবিক।কিন্তু বিনিয়োগকারীরা সহজে বিচলতি হয়ে পড়ায় পেনিক সেল বেড়ে যায়। এতে দরপতন হয়।
বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকেই দাম বেড়ে যায় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। দুপুরের পর ঘুরতে থাকে সূচক। ফলে পতন ডিঙিয়ে বড় উত্থানে শেষ হয় লেনদেন। দিনান্তে প্রধান সূচক ডিএসই-এক্স বৃদ্ধি পায় ৫৫ পয়েন্ট, অবস্থান করে সাত হাজার ৭৬ পয়েন্টে।আর ডিএসই সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫১৮ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৯৯ পয়েন্টে অবস্থান করে। বাজার মূলধন বৃদ্ধি পায় তিন হাজার কোটির টাকার বেশি। অথচ আগের সাত দিনে বাজার মূলধন কমে ১৮ হাজার কোটি টাকা, সূচক হ্রাস পায় ৩৫০ পয়েন্টের বেশি।
বৃহস্পতিবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ১৭৯টির আর অপরিবর্তিত থাকে ৪২টির। লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৩১০ কোটি ৯৭ লাখ টাকায়। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৬৮২ কোটি ৮৫ লাখ টাকা। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে তালিকার শীর্ষে থাকে বেক্সিমকোর কোম্পানি, লেনদেন হয় ২৮৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ।
এমকে