করোনায় ভুগে গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ৪ জন। একই সময়ে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৩২ জনের। এক দশমিক ৩৬ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। পাশাপাশি করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৬৪ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮০৫ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৬৪৭ জন। শনাক্তের হার ১৫ দশমিক ৩৮। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি এক লাখ ৮৮ হাজার ৬২৩টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ১০৫টি, পরীক্ষা হয়েছে ১৭ হাজার ১০০টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ জন এবং নারী ২ জন। বিভাগের মধ্যে ঢাকার ২ জন এবং ১জন করে চট্টগ্রাম ও বরিশাল মিলে ২ জন। সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন।
এমকে