ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় আহত রাকিব হোসেন (১৭) নামের এক কলেজছাত্র মারা গেছে। দুর্ঘটনার ৩ দিন পর বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। রাকিব হোসেন নজরুলনগর ইউনিয়নের আব্দুল মালেক সরদারের ছেলে, বেগম রাহিমা ইসলাম কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী ছিল। মঙ্গলবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয় সে। তাকে বহনকারী ব্যাটারীচালিত অটোবোরাক উল্টে খাদে পড়েছিল।
রাকিবের পরিবার সূত্র জানা যায়, শশীভূষণ-আঞ্জুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, ওই শিক্ষার্থীর মৃত্যু খবর শুনেছি। তার পরিবারের সাথে যোগাযোগ করা হবে।
কামরুজ্জামান শাহীন/এমকে