ভোলায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

২২ অক্টোবর ২০২১

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে বিদ্যুতায়িত হয়ে মফিজ (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে  শশীভূষণ বাজারের পশ্চিম গলিতে এ দুর্ঘটনা ঘটে। মফিজ উপজেলার শশীভূষণ গ্রামের মৃত সুলতান আহম্মেদ পাটওয়ারীর ছেলে। বাজারটির নাজিম মিয়ার টিনের দোকোনে কাজ করতেন তিনি।

স্থানীয়রা জানান, টিনের গুদাম ঘরে টিন রাখতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তার ছিড়ে টিনসহ বিদ্যুতায়িতন হন তিনি। আশস্কাজনক অবস্থায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মফিজের মৃত্যুতে তার পরিবারে চলছে মাতম।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন,  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ভুক্তভোগীর পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর