২৪ ঘণ্টায় ১২৩ ডেঙ্গু রোগী ভর্তি

২২ অক্টোবর ২০২১

দেশে ডেঙ্গু আক্রান্ত  ১২৩ জন গত ২৪ ঘণ্টায়  বিভিন্ন হাসপাতালে  ভর্তি হয়েছেন। বেশিরভাগই ভর্তি হয়েছেন ঢাকায়-১১৬ জন, বাকিরা ঢাকার বাইরে অন্য বিভাগে।  আর চলতি অক্টোবর মাসে  ভর্তি হয়েছেন তিন হাজার ৯৩৩ জন, মারা গেছেন ১৫ ডেঙ্গু রোগী। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

কন্ট্রোল রুমের হিসাবে, বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৭৮০ জন। এর মধ্যে ঢাকায় ৬২৫ জন,  বাকি ১৫৫ জন অন্যান্য বিভাগে । চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ১৩০ জন। এর মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ২৬৬ জন। মারা গেছেন ৮৪ জন ডেঙ্গু রোগী।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর