মন্তব্য
মাদক মামলায় দ্বিতীয় দফা জেরার জন্য ২২ অক্টোবর বেলা ১১টার এনসিবি বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে তলব করেছিল। তাদের ডাকে সাড়া দিয়ে দুপুর দুইটার দিকে এনসিবির দফতরে যান অনন্যা।
গাঁজার জোগান চেয়ে হোয়াটসঅ্যাপে অনন্যাকে অনুরোধ করেছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। জবাবে অনন্যা বলেছিলেন, ‘আমি ব্যবস্থা করবো।’
শুক্রবার অনন্যাকে জিজ্ঞাসাবাদের সময় এ কথোপকথন দেখিয়ে এনসিবির কর্মকর্তারা অনন্যাকে প্রশ্ন করেন। তবে অনন্যা সেই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি। তিনি বলেছেন, ‘আরিয়ানের সঙ্গে আমি মজা করছিলাম’।