মন্তব্য
সংযুক্ত আরব আমিরাতে আরো বেশি পর্যটক আকৃষ্ট করতে বিশ্বের সবচেয়ে উঁচু নাগরদোলা চালু করেছে দুবাই।
আড়াইশ মিটার উঁচু আইন দুবাই বা দুবাইয়ের চোখ নাগরদোলা থেকে একসঙ্গে প্রায় ১৮০০ দর্শনার্থী দুবাইয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
এই ফেরিস হুইল বা নাগরদোলা থেকে পাখির চোখে এক নজরে দুবাইয়ের উপকূলীয় ও আকাশের সৌন্দর্য দেখতে পারবেন পর্যটকরা।