দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায় বেড়েছে- শনাক্ত হয়েছে ২৭৮ জন, মারা গেছেন ৯ জন। তার আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল যথাক্রমে ২৩২ ও ৪ জন। স্বাস্থ্য অধিদফতরের শুক্রবার ও শনিবারের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণে পাওয়া গেছে এসব তথ্য।
স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৪১৭ জনের। এর মধ্যে ২৭ হাজার ৮১৪ জন মারা গেছেন। ১৫ লাখ ৩০ হাজার ৯৪১ জন সুস্থ হয়েছেন। নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ২ লাখ ৩ হাজার ৬৬৫টি। শনাক্তের হার ১৫ দশমিক ৩৬।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় ১ দশমিক ৮৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে, নমুনা সংগৃহীত হয়েছে ১৫ হাজার ২টি, পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৪২টি। সুস্থ হয়েছেন ২৯৪ জন। বিভাগের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ২ জন করে; সিলেট, রংপুর ও ময়মনসিংহে ১ জন করে। সরকারি হাসপাতালে ৭ জন, বেসরকারি হাসপাতাল ও বাড়িতে ১জন করে মারা গেছেন।
এমকে