ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৩ অক্টোবর ২০২১

সাম্প্রতিক দুর্গাপূজায় মণ্ডপে হামলার পেছনে ষড়যন্ত্রের সঙ্গে জড়িতকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ষড়যন্ত্র করতে যেন তাদের হৃদযন্ত্রে কম্পন সৃষ্টি হয়, এজন্য এ ব্যবস্থা নেয়া হবে।

শনিবার মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন। রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।

বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার দেশ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, এ হামলার ঘটনার সব কিছু বের করে ফেলা হয়েছে। জড়িতরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। এ ধরনের ঘটনা দেশে এবারই  প্রথম ঘটেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এমকে


মন্তব্য
জেলার খবর