পুঁজি ছিল অল্প। তবুও আশা ছাড়েনি দক্ষিণ আফ্রিকা। হাড্ডাহাড্ডি লড়াই করেছে। শেষ ওভার অবদি ব্যাট করতে বাধ্য করেছে অস্ট্রেলিয়াকে। ২ বল থাকতে জয়ের বন্দরে পৌঁছায় অজিরা। ১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটের জয় পেয়েছে তারা।
শনিবার আবুধাবিতে টস ভাগ্য ছিল অস্ট্রেলিয়ার পক্ষে। দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় তারা। ব্যাট করতে নেমে অজিদের বোলিং তোপে সুবিধা করে উঠতে পারেনি প্রোটিয়ারা। শেষ ওভার অবদি ব্যাট করে ১১৮ রান করে। এ রান করতে ৯ উইকেট হারায় তারা।
সর্বোচ্চ ৪০ রান আসে মার্করামের ব্যাট থেকে। এছাড়া টেম্বা বাভুমা ১২, কুয়েন টন ডু কক ৭, রসি ফন ডার ডুসেন ২, হেনরিক ক্লাসেন ১৩, ডেভিড মিলার ১৬, ডুয়াইন প্রোটিরাস ১, কাগিসো রাবাদা ১৯ ও এনরিক নর্টিজে ২ রান করেন।
জবাবে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তাদের সহজে ছেড়ে প্রোটিয়া বোলাররা। লক্ষ্য ছোট হলেও শেষ ওভার অবদি ব্যাট করতে বাধ্য করায়। ১৯.৪ ওভারে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। এরমধ্যে ৫ উইকেট হারায় তারা। ফলে ৫ উইকেটের জয় পায় অজিরা।
সর্বোচ্চ ৩৫ রান করেন স্টিভেন স্মিথ। এছাড়া ডেভিড ওয়ার্নার ১৪, মিশেল মার্চ ১১, গেলেন মাক্সওয়েল ১৮, মারকাস স্টুইনস ২৪ ও ম্যাথু ওয়েড ১৫ রান করেন।
আরআই