মন্তব্য
প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে ১৭ থেকে ২৩ অক্টোবর রাশিয়া ও চীনা যুদ্ধজাহাজ তাদের প্রথম যৌথ টহল দিয়েছে।
জাপান সাগরে নৌসহযোগিতামূলক মহড়ার আয়োজন মস্কো ও বেইজিং এর ঘনিষ্ঠ সামরিক ও কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলারই নিদর্শন।
চীন ও রাশিয়ার ১০টি জাহাজ জাপানের প্রধান দ্বীপ এবং তার উত্তরের দ্বীপ হোক্কাইডোকে আলাদা করা সুগারু প্রণালী দিয়ে যাত্রা করে।
এনডিটিভি