মন্তব্য
ওয়ার্ক ফ্রম হোমে যাতায়াতের কষ্ট ও সময় বাঁচছে। কাজ শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছেন কর্মীরা। যাতায়াতের স্ট্রেস না থাকায় কাজও ভালো হচ্ছে।
এবার যুক্তরাজ্যের সায়েন্টিফিক অ্যাডভাইজরি গ্রুপ ফর ইমার্জেন্সি (এসএজিই) নামের বিজ্ঞানীদের একটি সংস্থা হোম অফিসের পক্ষে জোরালো মতামত দিয়েছেন।
সরকারের প্রতি তাদের পরামর্শ, এই শীতে কোভিডের বিস্তার থামাতে লোকজনকে বাসা থেকে কাজ করার পরামর্শ দেওয়া যেতে পারে। করোনা মোকাবিলায় এটি হতে পারে সবচেয়ে ইতিবাচক পদক্ষেপ।