নিখাদ হৃদয় নিয়ে তুমি আমার কাছে এসো : পরীমণি

২৪ অক্টোবর ২০২১

আজ পরীমণির জন্মদিন। সন্ধ্যার পর পাঁচতারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজন থাকলেও দিনের আলোয় অন্যভাবে দিনটি কাটবে পরীর। সকাল থেকে দুপুর নাগাদ সময় দেবেন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে। কাটবেন কেক, বিতরণ করবেন বিভিন্ন উপহারসামগ্রী। 

উড়োজাহাজের বোর্ডিং পাসের আদলে করেছেন ইনভাইটেশন কার্ড। যেখানে তিনি আমন্ত্রিতকে আহ্বান করেছেন এই বলে, ‘নিখাদ হৃদয় নিয়ে তুমি আমার কাছে এসো, এরপর আমার সঙ্গে উড়াল দিও- অনন্ত আকাশে।’ 


মন্তব্য
জেলার খবর