সন্তানদের জীবন বাঁচাব : শাহরুখ

২৪ অক্টোবর ২০২১

‘কফি উইথ করন’-এ  বলিউড কিং শাহরুখ খান বলেছিলেন, নিজের শরীরের একটি অংশকে যদি আমি শরীরের বাইরে হাঁটাচলা করতে দিই, তার অর্থই হলো সন্তান।

আমার ছেলেমেয়ের দিকে যদি কোনো গাড়ি এগিয়ে আসে, আমি তার সামনে দাঁড়িয়ে গিয়ে সন্তানদের জীবন বাঁচাব।’

শাহরুখ বলেছিলেন, ‘আমার খ্যাতির জন্য ওদের জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই ভয় পাই আমি বারবার। ওদের জন্য আমি সবকিছু পেছনে ফেলে রাখতে পারি।’


মন্তব্য
জেলার খবর