গুলিতে প্রাণ গেল ভ্রমণপিপাসু অঞ্জলীর

২৪ অক্টোবর ২০২১

 মেক্সিকোর তুলুমে একটি রেস্টুরেন্টে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের গোলাগুলিতে প্রাণ গেল ভ্রমণপিপাসু তরুণীর। 

নিজের ২৫তম জন্মদিনে নিহত ভারতীয় বংশোদ্ভূত তরুণী অঞ্জলী রায়ত (২৫) ইনস্টাগ্রামে নিজেকে একজন ট্রাভেল ব্লগার হিসেবে পরিচয় দিয়েছেন।

পেশায় প্রকৌশলী  অঞ্জলীর আদি বাড়ি ভারতের হিমাচলে। থাকতেন ক্যালিফোর্নিয়ার স্যান জোসেতে।  লিংকইনে কর্মরত ছিলেন।


মন্তব্য
জেলার খবর