মন্তব্য
টিভিপর্দায় চুম্বন-আলিঙ্গনের পাশাপাশি বিবাহিত যুগলের আদরের দৃশ্য সম্প্রচারে নিষেধাজ্ঞা জরি করেছে পাকিস্তান।
স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোকে এ নির্দেশনা সংক্রান্ত চিঠি পাঠিয়েছে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি (পেমরা)।
নাটকগুলোতে ইসলামী শিক্ষা এবং পাকিস্তানি সংস্কৃতিকে অবজ্ঞা করে আলিঙ্গন, আদর, বিবাহবহির্ভূত সম্পর্ক, অশ্লীল বা খোলামেলা পোশাক, বিছানার দৃশ্য ও বিবাহিত দম্পতির ঘনিষ্ঠতা চটকদার করে দেখানো হচ্ছে।
জিও টিভি