করোনা: মৃত্যু ৯, শনাক্ত ২৭৫

২৪ অক্টোবর ২০২১

করোনায় ভুগে গত ২৪ ঘণ্টায় নয় জন মারা গেছেন। একই সময়ে নমুনা পরীক্ষায় এ রোগ শনাক্ত হয়েছে ২৭৫ জনের। এক দশমিক ৪৯ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৩৮৬ জন করোনা রোগী। রোববার স্বাস্থ্য অধিদফতরের  সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২ জনের। এর মধ্যে মারা গেছেন  ২৭ হাজার ৮২৩ জন, সুস্থতা ফিরে পেয়েছেন ১৫ লাখ ৩১ হাজার ৩২৭ জন। শনাক্তের হার ১৫ দশমিক ৩৪। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি দুই লাখ ২২ হাজার ১৫০টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৪৯৯টি,পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৪৮৫টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ তিন জন আর নারী ছয় জন। বিভাগের মধ্যে ঢাকার ছয় জন, চট্টগ্রামের দুই জন ও সিলেটের একজন। সরকারি হাসপাতালে আট জন আর বাকি একজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর