ভোলা প্রতিনিধি:
ভোলায় ডান পা বিচ্ছিন্ন অবস্থায় ফরহাদ হোসেন টিটব(৪৫) নামের এক স্বামীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ টিটব’র দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে পুলিশ। স্থানীয়রাসহ পুলিশ বলছে, টিটবকে তার দ্বিতীয় স্ত্রী বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে রহিতা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
ফরহাদ হোসেন টিটব ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জয়গুপি গ্রামের বাসিন্দা ছিলেন। তার দ্বিতীয় স্ত্রীর নাম নুর জাহান বেগম। রোববার সকালে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফরহাদ হোসেন টিটব তার শ্বশুরবাড়ি রহিতা গ্রামে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই এ দম্পতির মধ্যে ঝগড়া হতো। শনিবার রাতেও ঝগড়া শুরু হয়, এ সময়ে নুরজাহান প্রথমে ফরহাদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। পরে বটি দিয়ে ফরহাদের শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে হত্যা করেন। তারপর ডান পা কেটে পাতিলে রাখেন। সকালে স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দেন।
ভোলা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুবীর কুমার সাহা বলেন, টিটবের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তার স্ত্রীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন। হত্যার সঙ্গে আর কেউ জড়িত আছে কিন তা তদন্ত করে দেখা হচ্ছে। ভুক্তভোগীর পরিবার থেকে হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।
কামরুজ্জামান শাহীন/এমকে