রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল থেকে হানিফ ঢালী (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৬। জ্বীনের বাদশা ও পীর দরবেশ সেজে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে বিকাশের মাধ্যমে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। শনিবার রাতে উপজেলার ফয়লাহাট থেকে তাকে আটক করা হয়। হানিফ ঢালী উপজেলার চাঁদপুর গ্রামের মৃত সোবাহান ঢালীর ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। হানিফ ঢালীর কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কথিত জ্বীনের বাদশা ও পীর দরবেশ সেজে প্রতারণা করে বিভিন্ন মানুষকে সর্বশান্ত করার বিষয়টি স্বীকার করেছে। এ চক্রের অন্যান্য সদস্যকে আটকের জন্য অভিযান অব্যহত রেখেছে র্যাব। হানিফ ঢালীকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
অমিত পাল/এমকে