সঠিক তথ্য দেয় না কৃষি মন্ত্রণালয়: বাণিজ্যমন্ত্রী

২৪ অক্টোবর ২০২১

পণ্যের মজুত ও চাহিদা সম্পর্কে কৃষি মন্ত্রণালয় সঠিক তথ্য না দেয়ায় বাজার নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিষয়টি ব্যাখ্যা করেন পেঁয়াজ ও আলুর বাজার দর দিয়ে। বলেন, উৎপাদন ও চাহিদা নিয়ে তাদের হিসাবে গণ্ডগোল রয়েছে। রোববার  বাংলাদেশের ৫০ বছর কৃষির রূপান্তর ও অর্জন শীর্ষক অনুষ্ঠানে বিষয়টি তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। রাজধানী ঢাকার  রাজধানীর সোনারগাঁও হোটেলে এ অনুষ্ঠান  হয়।

বাণিজ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের হিসাবে দেশে ২৫-২৬ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়। বিপরীতে চাহিদা ২৪-২৫ লাখ টন মেট্রিক টন। তাহলে আমদানি কেন? পচনশীল হওয়ায় উৎপাদিত পেঁয়াজের প্রায় ২০ শতাংশ নষ্ট হয়  বলেও  উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। গত বছর দেশে ১ কোটি ৫ লাখ টনের মতো আলু উৎপাদন হবে বলে জানায় কৃষি মন্ত্রণালয়। চাহিদা ৭০-৭৫ লাখ টন। এ হিসাবে আলু সারপ্লাস থাকার কথা। কিন্তু বাজারের চিত্র সেটা বলে না- আলুর দাম ৪০ টাকায় ঠেকলো। কোল্ডস্টোরেজে মজুত আলু বের হতেই দাম ৩৫ থেকে ৩৬ টাকা হয়ে যায়। অথচ আলু রফতানি হয়নি- যোগ করেন মন্ত্রী টিপু মুনশি।

এমকে


মন্তব্য
জেলার খবর