পঞ্চগড় সীমান্তে স্থাপনা নির্মাণ নিয়ে উত্তেজনা

২০ ফেব্রুয়ারী ২০২২

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সীমান্তে স্থাপনা নির্মাণ করা নিয়ে কয়েকদিন হচ্ছে উত্তেজনা বিরাজ করছে। উদ্ভুত পরিস্থিতিতে সতর্কবস্থায় রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী- বিজিবি। তাছাড়া রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী ৬৫ বিজিবির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারি বিওপির আওতায় ডাঙ্গাপাড়া ও ভারতের সীমান্তবর্তী চাউলহাটি এলাকার মধ্যবর্তী চাওয়াই নদীতে স্থাপনাটি নির্মাণ করা হচ্ছে। স্থাপনাটি সেতু না-কি বাঁধ, এ নিয়ে বিজিবি ও স্থানীয়দের মধ্যে অষ্পষ্টতা রয়েছে। বিষয়টি জানার চেষ্টা করছে বিজিবি। এ ঘটনাকে ঘিরে ওই এলাকায় বিজিবি নজরদারি বাড়িয়েছে বলে জানান স্থানীয়রা। এদিকে গোপন সূত্রে জানা যায়, ওই সীমান্তে ভারতও সেনা টহল বাড়িয়েছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) জানান, চাওয়াই নদীর ওপর ভারতের কর্তৃপক্ষ সেতু সংস্কার করছে, না বাঁধ নির্মাণ করছে- সেটা জানার জন্য দুই পক্ষের আলোচনা চলছে। বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

মো. সম্রাট হোসাইন/এমকে


মন্তব্য
জেলার খবর