দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেট: মোশাররফ

২৪ অক্টোবর ২০২১

দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে আওয়ামী সিন্ডিকেট রয়েছে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ। তাঁর এও মনে হয়, দ্রব্যমূল্যের  ঊর্ধ্বগতির বিষয়ে আর আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সরকার তার দুঃশাসন ও ব্যর্থতা ঢাকার জন্য জনদৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এমন মন্তব্য করেন। ঢাকা উত্তর বিএনপি এ মানববন্ধনের আয়োজন করে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, কুমিল্লায় ওসির ভূমিকাসহ দেশের বিভিন্ন স্থানের হামলায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের জড়িত থাকাই প্রমাণ করে‑ এ সরকার জনগণের সরকার নয়। আওয়ামী সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে  উল্লেখ করে বিএনপির এ নেতা বলন, এ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। সম্মিলিত চেষ্টায় সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। ক্ষমতা থেকে  সরকারকে নামাতে পারলে তবেই দেশের মানুষ দুঃশাসন থেকে মুক্ত হবে।

ঢাকা উত্তরের আহবায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আমিনুর হক, ঢাকা দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

 


মন্তব্য
জেলার খবর