মন্তব্য
চাকরি হারানো এবং বেতন কেটে নেওয়ার প্রতিবাদে ইতালির ফ্লাইট অ্যাটেনডেন্টরা তাদের পোশাক খুলে প্রতিবাদ করেছেন।
আলইতালিয়ার সাবেক অন্তত ৫০ জন ফ্লাইট অ্যাটেনডেন্ট নিজেদের পোশাক খুলে রেখে রোমের ক্যাম্পিডোগলিওতে প্রতিবাদে অংশ নেন।
আলইতালিয়া ইউনিফর্ম পরিহিত অবস্থায় দাঁড়ানোর পর তা খুলে ফেলেন ফ্লাইট অ্যাটেনডেন্টরা ।
দ্য হিল