অজয়ের গোপন খবর ফাঁস করলেন কাজল

২৫ অক্টোবর ২০২১

বলিউড অভিনেত্রী  কাজল বলেছেন, ‘আমি আপনাদের অজয় সম্পর্কে কিছু গোপন কথা বলি, যা অনেকেই জানেন না।

প্রথমত, তিনি খুবই ভালো রান্না করতে পারেন।

দ্বিতীয়টি হলো, তার অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার (ওসিডি) রয়েছে। অজয় কোনো কিছু হাতের আঙুল দিয়ে স্পর্শ করেন না।’

কাজল চান, বিয়ার গ্রিলসের সঙ্গে অজয় সবচেয়ে দুর্গন্ধযুক্ত, অরুচিকর কিছু হাত দিয়ে খেয়ে দেখাবেন। তিনি বলেন, ‘এটা আমার চ্যালেঞ্জ। দেখি এটি অজয় করে দেখাতে পারেন কিনা।’


মন্তব্য
জেলার খবর