গাঁজা ও ফেন্সিডিলসহ দুই যুবক আটক

২০ ফেব্রুয়ারী ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলা সদর উপজেলায় ২ কেজি ৯ শ’ গ্রাম গাঁজা ও ৮৮ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২০ ফেব্রুয়ারি) ভোরে চরনোয়াবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার উজিরপুর ইউনিয়নের কুমারডোগা গ্রামের আব্দুর রসিদের ছেলে সাব্বির হোসেন ও একই এলাকার জাকির হোসেনের ছেলে সাকিল। তারা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী বলে জানিয়েছে পুলিশ।

ভোলা সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর