রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
শারদীয় দূর্গোৎসবকালে কুমিল্লায় পুজামণ্ডপ ভাংচুর ও দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে বাগেরহাটের রামপালে মানববন্ধন ও সমাবেশ হয়েছে৷ সোমবার বিকালে মোংলা মহাসড়ক বাবুর বাড়ি জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের স্থানীয় নেতারা। মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ হিন্দু মহাজোট, হিন্দু সংরক্ষণ এবং বাস্তবায়ন পরিষদসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতারা এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশ নেন।
সমাবেশে বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেন৷ পাশাপাশি সংখ্যালঘু সুরক্ষা আইন দ্রুত কার্যকর করারও দাবি জানান ৷ বক্তব্য দেন- বাগেরহাট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এ্যাড: মিলন ব্যানার্জি, বাংলাদেশ হিন্দু মহাজোট বাগেরহাট জেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ দেবনাথ, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন গোলদার প্রমুখ৷
অমিত পাল/এমকে