নারীদের সুচ ফুটিয়ে হেনস্তা

২৬ অক্টোবর ২০২১

ব্রিটেনে নটিংহ্যামের একটি নাইটক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা তরুণী লিজি উইলসনকে সুচ ফুটিয়ে হেনস্তা করার ঘটনা ঘটেছে।

তিনি জানান, আচমকা পিঠে সূক্ষ্ম একটা ব্যথা টের পাই। বুঝতে পারি কেউ একজন সুচ বিঁধিয়েছে। কিছু বুঝে ওঠার আগেই আততায়ী চলে যায় আড়ালে। মনে হয় চেতনানাশক ইনজেকশন পুশ করা হয়েছিল।

তিনি আরো বলেন, মিনিট দশেক পরই টের পাই পা নাড়াতে পারছি না। টলতে টলতে কোনোমতে বন্ধুদের ডাকি। তারাই এগিয়ে এসে উদ্ধার করে আমাকে। আমার মনে হচ্ছিল, আমার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই।

আইটিভি

 


মন্তব্য
জেলার খবর