মন্তব্য
অভিনেত্রী ও ‘রান্নাঘর’র সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় ‘দাদাগিরি’র নতুন সিজনে জানালেন, মেসি তাঁর স্বপ্নে ধরা দেন প্রায়ই। এমনকী কিছুদিন আগে বিয়েটাও করেছেন।
সুদীপার কথায়, ‘এই তো সেদিন আমার স্বপ্নে এসেছিল। আমরা বিয়েটাও করলাম। মানে এসে তো আমাকে হাতে-পায়ে ধরে বলছে বিয়ে করতেই হবে। এত নাছোড়বান্দা।
আমি আবার বললাম অগ্নি (সুদীপার স্বামী)র না প্যারিসটা ঠিক পছন্দ না। আর তা শুনে বলল, ওকে আমরা রোমে শিফট করে দেব! সেদিন ঘুম ভেঙে যাওয়ার পর যা দুঃখ পেয়েছিলাম না, তা কোনওদিন পাইনি।’