মন্তব্য
বলিউডের এক সময়ের নামকরা অভিনেত্রী বর্ষা উসগাঁওকার চলতি সপ্তাহেই তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন। ৫৩ বছর বয়সী বর্ষার সঙ্গে তৃণমূল নেতৃত্বের কথাবার্তা একপ্রকার পাকা হয়ে গেছে।
সরাসরি রাজনীতির সঙ্গে যোগ না থাকলেও বর্ষা রাজনৈতিক পরিবারের মেয়ে। বাবা অচ্যুত কে এস উসগাঁওকর গোয়ার মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির প্রতিষ্ঠাতা। গোয়া বিধানসভার ডেপুটি স্পিকার এবং সেখানকার মন্ত্রিসভার একাধিকবার সদস্য ছিলেন।