মন্তব্য
নায়িকা শ্রাবন্তীর পুত্র অভিমন্যুর সঙ্গে রোম্যান্টিক ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিয়েছেন মডেল দামিনী ঘোষ।
দামিনীর শেয়ার করা ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে যুগলের চুম্বনের ইমোজি জুড়ে দিয়েছেন টলিপাড়ার এই আলোচিত সমালোচিত তারকা পুত্র।
সবুজ শাড়ি, সঙ্গে স্লিভলেস গোলাপি ব্লাউজ, হাত-কান-গলায় জুয়েলারি নেই, তবে মাথায় ভারি মাংগ টিকা পরেছেন দামিনী। কালো রঙা ফুলস্লিভস টি-শার্ট আর সাদা প্যান্টে লেন্সবন্দি হয়েছেন অভিমন্যু।