বৃহৎ জাতীয় ঐক্যের বিকল্প নেই: ড. কামাল

১০ জানুয়ারী ২০২২

বাংলাদেশ আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ হতে অনেক দূরে সরে গেছে বলে মনে করছেন গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি  ড. কামাল হোসেন। বলেছেন, তাঁর স্বপ্ন পূরণের জন্য বৃহৎ জাতীয় ঐক্যের কোনও বিকল্প নেই। সোমবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস: প্রেক্ষিত মুক্তিযুদ্ধের অঙ্গীকার ভূলুণ্ঠিত শীর্ষক আলোচনা সভায় রাজনৈতিক দলগুলোকে এ পরামর্শ দেন। রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এ সভার আয়োজন করেন গণফোরাম (একাংশ)।

দেশ ও জাতি আজ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, আমি সবসময়ই ঐক্যের পক্ষে। দেশ ও জাতির এ ক্রান্তিলগ্নে ঐক্যের কথা আবারও বলছি, দেশ ও জাতিকে রক্ষা করতে ঐক্য করুন।

সভায় সভাপতিত্ব করেন গণফোরামের (একাংশ) সভাপতি মোস্তফা মোহসীন মন্টু। উপস্থিত ছিলেন—গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক আবু সাইয়িদ, জগলুল হায়দার আফ্রিক, নির্বাহী পরিষদের সদস্য মহসিন রশিদ, সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর