চূড়ান্ত তালিকা প্রকাশ করবে না সার্চ কমিটি

২০ ফেব্রুয়ারী ২০২২

নির্বাচন কমিশন (ইসি) নিয়োগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে যে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করা হবে, সেই তালিকা প্রকাশ করবে না সার্চ কমিটি। ইতোমধ্যেই ১২ থেকে ১৩ জনের নাম বাছাই করেছে সার্চ কমিটি, তাদের রোববারের (২০ ফেব্রুয়ারি) বৈঠকে এটা করা হয়। এর মধ্য থেকেই প্রস্তাবের জন্য ১০ জনের নাম চুড়ান্ত হবে কমিটির ২২ ফেব্রুয়ারির বৈঠকে। ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে সেই তালিকা জমা দেওয়া হবে। রোববার বৈঠক শেষে এ তথ্য জানান কমিটির প্রধান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

এর আগে বিভিন্নভাবে প্রস্তাব পাওয়া ৩২২ নামের মধ্যে যাচাই-বাছাই শেষে ২০ জনের প্রাথমিক একটি তালিকা করে সার্চ কমিটি।

বিচারপতি ওবায়দুল হাসান জানান, সংবিধান ও আইন রক্ষা করা সার্চ কমিটির দায়িত্ব। এ তালিকা সার্চ কমিটি প্রকাশ করবে- এ কথা আইনেও নেই, কোথায়ও নেই। এটা রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি প্রকাশ করতে বললে সার্চ কমিটি প্রকাশ করবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর