সুদানে জরুরি অবস্থা জারি

২৬ অক্টোবর ২০২১

সার্বভৌম কাউন্সিল এবং অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে সুদান জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন সামরিক নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান।

সুদানে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে প্রধানমন্ত্রী আবদাল্লা হামদকসহ মন্ত্রিসভার একাধিক সদস্যকে গ্রেফতারের পর অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। 

সামরিক অভ্যুত্থানের বিরোধীরা এরই মধ্যে প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে। রাস্তায় রাস্তায় ইতোমধ্যেই ‘সামরিক শাসন চাই না’ আওয়াজ উঠেছে। 

বিবিসি ও রয়টার্স


মন্তব্য
জেলার খবর