অপারেশনের পর সুস্থ আছেন খালেদা জিয়া

২৫ অক্টোবর ২০২১

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অপারেশনের পরে সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক দলের অন্যতম সদস্য জেড এম জাহিদ হোসেন। বলেছেন, তার শরীরে ছোট একটা লাম্প আছে এক জায়গায়, সেটার ন্যাচার অব ভিউ জানার জন্য বায়োপসি করা হয়েছে। এখন তিনি আইসিইউতে চিকিৎসাধীন, বিপদমুক্ত।

সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডা. জাহিদ হোসেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাঁর বায়োপসি করা হয়েছে।১২ অক্টোবর থেকে এ হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়া। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে থাকার প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শে এ হাসপাতালে ভর্তি হন তিনি।

চিকিৎসক জেড এম জাহিদ হোসেন বলছেন,  খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার  পর চিকিৎসকরা দেখলেন- তাঁর একটা বায়োপসি করা দরকার। অপারেশনের ফলাফল পেতে ৭২ ঘণ্টা লাগতে পারে। তবে এ ধরনের অপারেশনের ক্ষেত্রে  কখনো কখনো ১৫-২১ দিনও লাগে। আমেরিকাতেও এমন হয়। তাই ন্যাচার অর অরিজিন কী এখন বলা যাবে না।

বায়োপসি ডায়গনোস্টিক পার্ট। পরের চিকিৎসা ঠিক হবে পরে।ডেডিকেটেড হাসপাতালে তাঁর চিকিৎসার প্রয়োজন আছে- যোগ করেন এ চিকিৎসক। এদিকে একই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেয়ার বিষয়ে তার মেডিক্যাল বোর্ড পরামর্শ দিয়েছেন। তার পুরনো রোগের জন্য মাল্টি অ্যাডভান্স সেন্টারে চিকিৎসা প্রয়োজন। এ দেশের হাসপাতালগুলোতে এ ব্যবস্থা নেই।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য ডা. আল মামুন, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর