প্রথম ডোজের আওতায় ২৪ শতাংশ মানুষ

২৬ অক্টোবর ২০২১

এখন পর্যন্ত  দেশের ২৪ শতাংশ মানুষ করোনা টিকার প্রথম ডোজের আওতায় এসেছে।আর প্রথম-দ্বিতীয় মিলে দুই ডোজ সম্পন্ন করেছেন ১২ দশমিক ৩৩ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন ৫ কোটি ৬৬ লাখ ৩৫ হাজার ৮৬৭ জন।  এখন পর্যন্ত ৪ কোটি ৬ লাখ ২৭ হাজার ৬৮৮ জন প্রথম ডোজ ও  ২ কোটি ৮ লাখ ৬২ হাজার ৬৫ জনকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। বর্তমানে মজুত টিকার পরিমাণ এক কোটি ৫৫ লাখ ৮২ হাজার ৬৬৭ ডোজ। দেশে এ পর্যন্ত সবমিলে টিকা এসেছে ৭ কোটি ৭০ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ, দেয়া হয়েছে ৬ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৭৫৩ ডোজ।এসব টিকা অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার।

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর