শেয়ারবাজারে বড় দরপতন

২৬ অক্টোবর ২০২১

দর কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের। সঙ্গে কমেছে তিন সূচকের প্রতিটির পয়েন্ট আর লেনদেনের পরিমাণ। সোমবার দিন শেষে এমন পরিসংখ্যান রেকর্ড হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। শেয়ার লেনদেনে অংশ নেয় মোট ৩৭৬টি কোম্পানি। এর মধ্যে  দর কমেছে ৩০৭টির, বেড়েছে ৪৭টির এবং অপরিবর্তিত ছিল বাকি ২২টির।

তথ্যানুযায়ী, ডিএসইএক্স সূচক  ১২০ দশমিক ৪১ পয়েন্ট কমে ছয় হাজার ৮৮৫ দশমিক ২৯ পয়েন্টে, ডিএসইএস  সূচক ২২ দশমিক ১৮ পয়েন্ট কমে এক হাজার ৪৬৫ দশমিক ৬০ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ৫৩ দশমিক ৭৬ পয়েন্ট কমে দুই হাজার ৬৪৪ দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করে। লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক হাজার ৪৭০ কোটি ৪৩ লাখ টাকা। আগের   কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৪৭১ কোটি চার লাখ টাকা।সেই হিসাবে  লেনদেন কমেছে ৬১ লাখ টাকা।

সোমবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে  ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও দর বৃদ্ধিতে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড তালিকার শীর্ষে ওঠে আসে । শেয়ার লেনদেন হয় ১৫৫ কোটি ৫৬ লাখ টাকার, দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৬৭ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর