ঢাবির গণিত ভবনের পাশে মৃত নবজাতক

২৬ অক্টোবর ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত ভবনের পাশ থেকে মৃত নবজাতক উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার প্রত্যক্ষদর্শীদের ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।আনুমানিক একদিন বয়সের নবজাতকটি স্ত্রী লিঙ্গের। শাহবাগ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মওদুদ হাওলাদার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। নবজাতকটি কোথায় থেকে কিভাবে এলো সেটা জানা যায়নি। এনিয়ে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।

জানা গেছে, গণিত ভবনের বন্ধ ফটকের সামনে ময়লা-আবর্জনার মধ্যে পড়েছিল নবজাতকটি। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে  নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর জানান, নবজাতকটির শরীরে কোনও কাপড় ছিল না।

এমকে


মন্তব্য
জেলার খবর